Play Online Casino

May 25, 2013

অশালীন নারীদের দেহ দর্শন নিষিদ্ধ করা হোক

                                                             


নারীদের দেহ দর্শন করে  এমন সব সাইট বন্ধ করে দেওয়া হোক। একজন নারী যদি তার পোশাক পরিচ্ছদ শালিনতার মাঝে রেখে মিডিয়াতে আসে তাহলে তার তো কোন সমস্যা হওয়ার কথা নয়। তার মাঝে যদি গুণ থাকে তবে তাকে সবাই পছন্দ করবে। আর তার মাঝে যদি গুণ না থাকে তবে তার দেহের জৌলুসে শুধুমাত্র অন্যকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই সম্ভব নয়। সুতরাং আমাদের ভাবা উচিত, আমরা কী প্রকারান্তরে আমাদের মা, বোন কিংবা ভাগনীকে অপমান করছি না ? একজন নারী কী শালীন পোশাক পড়ে টিভিতে অভিনয় করতে পারেন না ? তার তো একটা আত্নসম্মানবোধ আছে না-কী ? একটু চোখ খুলে দেখুন তো যারা শালীন পোশাক পড়েন তাদের দেখতে কেমন দেখায় । আর শর্টকার্ট জামা পড়া মেয়েকে কেমন দেখায় । আপনারাই দেখে বিবেচনা করুন। ভালোবাসতে শিখুন নিজেকে আর ভালোবাসুন দেশকে, দেশের মানুষকে।

No comments:

Post a Comment