Play Online Casino

May 22, 2013

আমার প্রিয় স্বাধীনতা


আমার প্রিয় স্বাধীনতা আজ তার আপন গৌরব হারাতে বসেছে। আমরা কী ভূলে গেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে ধিক্কার জানায়, যখন আমরা সুনাগরিক হয়ে নিজেদের দায়িত্ব পালন ভূলে যাই। হে আমার প্রিয় স্বাধীনতা তুমি ‍বৃথা যাবেনা তোমার সফলতা একদিন পূর্ণতা পাবেই..............

No comments:

Post a Comment