Play Online Casino

Jun 4, 2013

মূর্তিগুলো

মূর্তির প্রতি অনেকের বেশ সখ্যতা আছে। আবার অনেকে এটাকে মে সম্মানও করে থাকেন। নামি দামি অনেককেই এ পথে দেখা যায়। কিছু কিছু মূর্তিতো আবার বেশ ইতিহাসের জানান দেয়। তার গবেষনায় অনেকে শরীরের ঘাম আর অঢেল অর্থ খরচ করেন। কিছু কিছু মানুষ এগুলো থেকে শিক্ষা নেয়। আবার কিছু কিছু মানুষ এগুলোকে লালন করে ধ্বংস হয়। এগুলোর মতো আরো অনেক নিদর্শন আছে যেগুলো যুগ যুগ ধরে মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছে। আর বলে যাচ্ছে যে কোন পথ কি রকম ।

No comments:

Post a Comment