একসময় আমি ভাবতাম, বড় হয়ে আমি সংসারের সব দুঃখ কষ্ট দূর করে দিব। কিন্তু আজ মনে হচ্ছে আমি সংসারের কিছুর জন্যই আমি প্রস্তুত নই। এই অবস্থা তো আর বেশি দিন জিইয়ে রাখা তো দায়। হায় এখন আমি কী করবো। আমার পথ কোনটি তাওতো এখনো বুঝতে পারছি না। মনের ভিতর এক ধরনের বিতৃষ্ণা আর অবজ্ঞার জন্ম নিচ্ছে। এর নাম কী ? এরই নাম হতাশা, হতাশা ছাড়া আর কী?
No comments:
Post a Comment