আমি তো চাই আজীবন সুখী থাকতে। আমার সবটুকু শ্রম, জ্ঞান এই জন্যই তো বিলিয়ে দিয়েছি। আসলে আমার আর সুখে থাকার সময় নেই। আমার কর্ম আমার শ্রম আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। আমি কী করেছি এই জীবনে ?
আমার তো আর বসে বসে সময় পার করার সময় নেই। আমি মুক্ত হতে চাই মুক্ত। নীল আকাশে ডানা মেলে উড়তে চাই। আমার ডানা গুলো একটু খুলে দাওনা ।আমার পা দুটো জড়ো সড়ো হয়ে আসছে। চোখ দুটোর আলোও ক্ষীন হয়ে আসছে। এখন আর মনের মাঝে হাজারো স্বপ্ন উকি ঝুকি মারে না। আমি কী জীবন সায়াহ্নে এসে গেছি। আমার তো অনেক কাজ বাকি রয়ে গেলো..................................
আমার তো আর বসে বসে সময় পার করার সময় নেই। আমি মুক্ত হতে চাই মুক্ত। নীল আকাশে ডানা মেলে উড়তে চাই। আমার ডানা গুলো একটু খুলে দাওনা ।আমার পা দুটো জড়ো সড়ো হয়ে আসছে। চোখ দুটোর আলোও ক্ষীন হয়ে আসছে। এখন আর মনের মাঝে হাজারো স্বপ্ন উকি ঝুকি মারে না। আমি কী জীবন সায়াহ্নে এসে গেছি। আমার তো অনেক কাজ বাকি রয়ে গেলো..................................
No comments:
Post a Comment