Play Online Casino

Sep 30, 2013

কর্মমুখী শিক্ষা

কর্মমুখী শিক্ষা আমাদের সমাজটাকেই পাল্টে দিতে পারে। একজন ছাত্র যখন পড়াশুনা শেষ করে চাকুরীর জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায় তখন খুব কষ্ট হয়। অনেকের আবার মামার জোর আর টাকার জোর না থাকায় পায়ের জুতো ছিড়ে যায় ।
হতাশার সাগরে হাবুডুবু খায় অনেকেই। কিন্তু বাস্তবতা এমন যে অভিজ্ঞতা ছাড়া চাকুরী পাওয়া যায় না। চাকুরী পাওয়ার ক্ষেত্রে কারীগরী শিক্ষিতরা এগিয়ে আছে। কারণ তারা জানে কিভাবে কাজ করতে হয়। আর সাধারণরা কাজ করার পর জানে কাজটি কিভা্বে হলো।

No comments:

Post a Comment