Play Online Casino

Oct 11, 2013

ঈদের আগেই ভাবুন একটু

সম্মানিত ভায়েরা আপনারা কী একটু বলতে পারেন যে আপনাদের ঈদের দিনটি কেমন কাটবে? আমার মনে হয় ভালোই কাটবে। একটু ভেবে বলুন তো যাদের মা, বাবা, কিংবা যাদের আপন বলতে কেউ নেউ তাদের দিনটি কেমন কাটবে? আমরা বা আপনারা অসহায় কিংবা গরীব বলে যাদেরকে নিন্দা করি একবার কী ভেবে দেখেছেন সেই জায়গায় যদি আপনি থাকতেন তবে আপনার কেমন লাগবে বা লাগতো। আশা করি আপনি তাদের জন্য কঠোরতার দরজা বন্ধ করে সহজতার বা কোমলতার দরজা খোলা রাখবেন। 

No comments:

Post a Comment