Play Online Casino

Nov 3, 2013

ফ্যাসিবাদ কী

ফ্যাসিবাদকে আমরা সবাই অবহেলা করি। আবার কেউ কেউ একে নিজের মতো করে সংগা দিয়ে থাকি । যখন যে পরিস্থিতি সে পরিস্থিতে আমরা প্রায় অনেকেউ তাল মিলিয়ে চলতে ভালোবাসি অথচ আমরা একবারের জন্যও চিন্তা করি না যে পরিস্থিতি সেটা আমাদের মৌলিকত্ব বা মানবতা বিবর্জিত কোন পরিস্থিতি কিনা? আমরা প্রায় অনেকেউ অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি । কারণ অনেকের যুক্তি হলো নিজে বাচলে পরে সবই পাবো। আগে নিজে তো বাচো পরে অন্যের কথা। কিন্তু আপনি হয়তো ভাবছেন আপনাকে বাচানো হবে। আসলে যারা ফ্যাসিবাদি তারা কিন্তু একে একে সবাইকে তাদের মতো করে নিবে। এমননি যখন আপনার স্বার্থে আঘাত আসবে সেদিন আপনি ঠিকই বুঝবেন। যে একে আশ্রয় দিয়ে কী ভুলটাই না করেছেন। কিন্তু সময় তখন আপনার জন্য শুভ কিছু দিতে পারবে না।

No comments:

Post a Comment