Play Online Casino

Jun 19, 2015

রমজানে করণীয়

আমাদের কাছে পবিত্র মাহে রমজান উপস্থিত। এ মাসের বরকত হাজারো মাসের চেয়েও অধিক। এ মাসের ইবাদত অন্য যেকোন মাসের তুলনায় অনেক অনেক গুন বেশি। শুধুমাত্র এই মাসে পবিত্র কোরআন নাযিল হওয়ার কারণে। পবিত্র কুরআন নাযিলের কারণেই এই মাসের এত গুরুত্ব এত মহত্ব। কুরআন মাজিদ মহান আল্লাহ পাক নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন এমন এক গ্রন্থ যাতে ভুল হওয়ার সন্দেহের লেশমাত্র নেই। বাকী অংশ---
Job Circular

এটা নির্ভুল এক গ্রন্থ যা পৃথিবীর কোন গ্রন্থের সাথে তুলনা করা যায় না। কুরআন মহান আল্লাহ পাকের গ্রন্থ। এটা যে মানবে সে মুসলমান আর যে মানবে না সে কাফের। এর ভাষা, উচ্চারণ, ভাবভঙ্গি, রচনাশৈলী অত্যন্ত উচ্চাঙ্গমানের। পৃথিবীর কোন ভাষাবিদ, সাহিত্যিকের পক্ষে এমন গ্রন্থ রচনা করার সামান্য যোগ্যতা নেই। মহান আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, এর মাঝে যে, সবচেয়ে ছোট সুরা রয়েছে এর মত করে একটি সুরা তৈরি করতে। আবার তিনি বলে দিয়েছেন
যে, কেউ পারবে না। আরবের বড় বড় নামকরা সাহিত্যিকরা চেষ্টা করেও চরমভাবে ব্যার্থ হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছেন যে, এটা কোন মানব রচিত গ্রন্থ নয়। এটা সারাজাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের গ্রন্থ। এর অনুসরনেই মানবজাতির মুক্তি নিহিত রয়েছে। যারা এটা মানেন এর অনুসারে জীবন যাপন করেন তাদের জন্য মহান আল্লাহ পাক ইহকালে শান্তি এবং পরকালে ‍মু্ক্তি রেখেছেন। তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহর প্রবাহিত।
News Portal

রমজানের রোজাকে সঠিকভাবে পালন করতে হলে নিম্নলিখিত কাজগুলো করা অবশ্য কর্তব্যঃ

  1. চোখের হেফাজত করা
  2. গালিগালাজ না করা 
  3. পরনিন্দা না করা
  4. মিথ্যা না বলা
  5. গীবত/চোগলখোরী না করা
  6. কর্মচারীদের প্রতি কাজের চাপ কমিয়ে দেওয়া।

SI Police

Krisi All Job Circular

No comments:

Post a Comment