মনের কোনায় মেঘ জমেছে
বরফ হয়ে গলবে
শিখা বিহীন জ্বলছে আগুন
মনের কুসুম ঘরে
ভালো নাগে না আর
শ্রাবণ আশ্বিন কিংবা
কার্তিকের ঐ ক্ষণ
কেন কেন হইলো এমন
বিতৃষ্ণা ভাব
জান না কি আর তুমি
জানলে তো আজ আসতে ছুটে
সকল বাধা পেরিয়ে।।।
বরফ হয়ে গলবে
শিখা বিহীন জ্বলছে আগুন
মনের কুসুম ঘরে
ভালো নাগে না আর
শ্রাবণ আশ্বিন কিংবা
কার্তিকের ঐ ক্ষণ
কেন কেন হইলো এমন
বিতৃষ্ণা ভাব
জান না কি আর তুমি
জানলে তো আজ আসতে ছুটে
সকল বাধা পেরিয়ে।।।
No comments:
Post a Comment