Play Online Casino

Dec 3, 2014

সমাজ যখন বিবাহ বিমুখ

সমাজের যুবক ছেলেরা বিয়ে করতে পাগল। কিন্তু মেয়েরা পাগল নন। তারা প্রেম করতে পাগল। কেউ কেউ তো এমন আছে যে, টাকা পয়সাওয়ালা ছেলেদেরকে তারা রীতিমত জব্দ করে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট আর বড়সড় পার্কগুলোতে ভিড় জমায়। এরা আসলে ছেলেদেরকে চুষে চুষে খেতে পছন্দ করে। প্রকৃত পক্ষে এরা নিজেদেরকে অনেক চালাক মনে করলেও ছেলেদের মন স্ত্রীর প্রতি অগাধ ভালবাসা নামক পাখিটিকে গলা চিপে মেরে ফেলছে। যখন এরা প্রেমের পর্ব শেষ করে অবশেষে অভিভাবক মন্ডলী তাদেরকে জোড় করে বিয়ে দেন। তারপরই শুরু হয়। পাওয়া না পাওয়ার হিসাব। শেষ হিসাবে দেখা যায় জিরো। কারণ তারা আগে ছিলো হিরো।

সুতরাং যারা পুত-পবিত্র জীবনটাকে কলুসিত করছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ সুষ্ঠুধারার জীবন যাপনের জন্য বিবাহ ভিত্তিক জীবনের কোন বিকল্প নেই। শরীয়তের এই অমোঘ বিধানকে অস্বীকার করার কোন যুক্তি নেই। সকল অভিভাবক যু্বক-যুবতীদেরকে বলছি- বিবাহ ভিত্তিক সামাজিক বন্ধন গড়ে তুলুন।
ফেসবুকে যোগাযোগ করতে চাইলে ক্লিক করুনব্লগে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment