আমরা যে মোবাইল ব্যবহার করেছি। আপনি কি জানেন, সেগুলোতে কত গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই মোবাইলটা হারিয়ে গেলে বা হ্যাকার যদি এই মোবাইলের একসেস পেয়ে যায় তবে কত ক্ষতি হতে পারে !
আসুন আমরা জেনে নেই কিভাবে সুরক্ষিত রাখবো আমাদের মোবাইলকে।
নিচের পদক্ষেপগুলো যদি আমরা মেনে চলি তবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হারাবো না।
আসুন আমরা জেনে নেই কিভাবে সুরক্ষিত রাখবো আমাদের মোবাইলকে।
নিচের পদক্ষেপগুলো যদি আমরা মেনে চলি তবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হারাবো না।
আমরা যেসব
এ্যাপস ব্যবহার করি। তা ইন্সটল দেওয়ার সময় কিছু তথ্য চায়। যেমন-আবহাওয়া বিষয়ক এ্যাপস
যদি কল করা বা ক্যামেরার একসেস চায় তবে তা দেওয়া উচিত নয়। কারণ এই এ্যাপ ব্যবহার করতে
কোন ধরনের কল বা ক্যামেরার প্রয়োজন হওয়ার কথা নয়। অন্য দিকে কোন গেম যদি মাইক্রোফোন
এর একসেস চায় তবে তাও দেওয়া উচিত নয়। এক্ষেত্রে অন্য কোন এ্যাপস বেছে নেওয়া ভাল।
আপনি চেক
করে নিতে পারেন- আপনার এ্যাপগুলো কি কি একসেস দেওয়া আছে-
- · আপনার
ফোনের সেটিংসে যান
- · এ্যাপস
ম্যানেজার অংশে যান
- · নির্দিষ্ট
এ্যাপে ক্লিক করুন
- · পারমিশন
অংশ চেক করুন
· সেখান
থেকে যেগুলোর অনুমতি দিতে চান না তা বন্ধ করে দিন
এছাড়াও আপনি
সিকিউরিটি অংশে গিয়ে কিকি অনুমতি নিয়েছে তাও পরখ করে দেখতে পারেন।
No comments:
Post a Comment