Play Online Casino

Jul 5, 2015

Afraid Allah, To Know the Quran

আল্লাহ তায়ালাকে ভয় না করলে মনের মাঝে একধরণের অহমিকা জন্মাতে থাকে যারা মানুষকে দাম্ভিক করে দেয়। দাম্ভিকতার মাঝে কেউ মহান সৃষ্টিকর্তার কোন কৃপা লাভের আশা করতে পারেন না। তারপরও মহান প্রভু পৃথিবীতে তাকে খাওয়াচ্ছেন, বেচে থাকার জন্য অক্সিজেন দিচ্ছেন, আলো দিচ্ছেন আরো কত নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন যার শুকরিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব নয়। শেষ করতে পারবো না আমরা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ তায়ালার প্রশংসা করে।

দুনিয়ায় আপনি থাকতে গেলে জীবিকার সন্ধান করতে হবেই
আর আপনাকে হালাল পথেই জীবিকা অর্জন করতে হবে। হালাল খাবার খেয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তায়ালা  কবুল করবেন না।আমাদেরকে অবশ্যই ইসলামের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এজন্যে কোরআনের বাংলা অনুবাদ, হাদীসের বাংলা অর্থ ভালোভাবে ব্যাখ্যাসহ অধ্যয়ন করতে হবে। কারণ পবিত্র কোরআনের শুরুতেই মহান আল্লাহ পাক যে আয়াতটি নাযিল করেছেন তা হলো ইক্বরা অর্থ্যাৎ
। সুতরাং পড়া বা জানার কোন বিকল্প নেই।

No comments:

Post a Comment