Play Online Casino

Mar 13, 2017

Sound Pollution

Sound Pollution শব্দ দূষণ আজ মহা আকার ধারণ করেছে। আমি তো রীতিমত অবাক হয়ে যাচ্ছি। রাস্তায় যারা গাড়ী তাদের মাঝে শিক্ষিত অর্ধ শিক্ষিত এমনকি শুধুমাত্র পড়তে এবং অতি কষ্টে লিখতে পারেন এমন লোকসংখ্যাই বেশি। তারা এটা চিন্তাই করেন না যে আমি কত কারণে অকারণে গাড়ির হর্ণ বাজাচ্ছি এবং এটা অন্যের জন্যে কি ক্ষতির কারণ হতে পারে। আজকাল রাস্তায় যেন হর্ণ বাজানোর মহড়া চলছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কি করেন তা আমার বুঝে আসে না। এই অবোধমধ্য জাতির কি বুঝজ্ঞান হবে না। তারা কি জনমঙ্গলের কথা চিন্তা করবেন না। নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন না হন তবে শব্দ দূষণ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে?
মোট কথা ঃ ১। অকারণে হর্ণ বাজানো যাবে না। এটা আপনাকে মানতে হবেই।
রাস্তায় গাড়ি নিয়ে বের হলে আপনাকে রাস্তার পুরোপুরি নিয়মনীতি মানতে হবেই। 

No comments:

Post a Comment