Play Online Casino

Nov 14, 2017

Good Character Definition

Good character definition আমি প্রায়ই একটি বিষয় নিয়ে চিন্তা করি, তা হলো আমাদের নৈতিকতা আজ কোথায় গিয়ে পৌছেছে। আমরা কি আমাদের ন্যূনতম নীতি নৈতিকতা বজায় রাখতে পেরেছি। উত্তর আসবে- না।

সর্বত্র এত অনিয়ম কেন?
আজ আমাদের সমাজের এত অবক্ষয় কেন? আমরা কি একটু চিন্তা করেছি। আমরা সবাই চাই, আমাদের ছেলে মেয়েরা রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করুক, কেউ তাদেরকে বিরক্ত না করুক।
তাদেরকে কেউ বিপথগামী না করুক। আমরা সব সময় তাদের ভালো চাই। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো ফলাফল করুক। জিপিএ ৫, গোল্ডেন জিপিএ অর্জন করুক। অথচ আমরাই চাই পরীক্ষার আগে কম্পিউটার বা ফটোকপি দোকানে গিয়ে আউট হওয়া প্রশ্নের খোজ করি। 

আমরা সন্তানদের কাছ থেকে কি প্রত্যাশা করি :
আমরা আমাদের ছেলেমেয়েদের কাছ থেকে কি আশা করতে পারি। আমরা তাদেরকে ভদ্রতা শিখালাম না, আদব-কায়দা শিখালাম না, তাদেরকে নিজে নিজে স্বাবলম্বি হতে শিখালাম না, শিক্ষা দিলাম না যে, কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আজ আমাদের ছেলে-মেয়েরা সত্য-মিথ্যা যাচাই করার ক্ষেত্রে ১০০ থেকে ০ পায় ! এটা কেন? এমনটি তো হওয়ার কথা ছিল না। 

No comments:

Post a Comment