রাত পৃথিবীর পরিক্রমায় আসে ঘুরে ফিরে
হাজারো ব্যস্ততার মাঝে ব্যস্ততার অবসান
রাত আসে ঘুরে ফিরে রাজা প্রজার দরবারে
রূপকথার কথার হাজারো ঝুড়ি মেলে।
সময়ের বাহুডোরে নিয়তির ফেরে পড়ে
উদিয়মান তরুনের অজানার পথে চলা
অজানা শতকথা জানার প্রবল নেশায়
ইতিহাসের পাতা ধরে ধীরে ধীরে দ্রুতগামী।
সৃষ্টিসুখের শত আশায় নীশিথের নিশাচরে
জেগে আছে আজো তারা নিদ্রাহীন চোখভরা
শত নয়নের খুজে ফেরা কেন এবং কিভাবে হওয়া
জটিলতার রহস্য খুলে হাটিহাটি এগিয়ে চলা।
তুমি কে গো জেগে জেগে তপস্বায় মগ্ন
কিসে তোমায় রাত্রি জাগায় কোন সে আসায়
আজো তুমি ইতিহাসের পাতায় পাতায়
নয়নের নেশাতে আজো চোখ জুড়াতে মগ্ন।
কে গো তুমি এসেছো তরুনের ঘুম ভাঙাতে
শত স্বপ্নের আলোক দিশা নিয়ে আঙ্গিনায়
তুমিতো বিশ্বজয়ী নিদ্রাক্ষয়ী মহা পালোয়ান
আমাদের দ্বারে আজো ঠাঁয় দাড়িয়ে।
No comments:
Post a Comment