Bangla Kobita বাংলা কবিতা আজ পড়েন না এমন বাংলা ভাষা ভাষী মানুষ খুব কমই আছে। মূলত আমাদের এই ভাষার উৎপত্তি হয়েছে প্রাচীন আর্য ভাষা থেকে। তারপর বিভিন্ন কাল অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ভাষা তার রূপ পাল্টিয়েছে। সাহিত্য সংস্কৃতিতে েএই কবিতা ব্যাপন জনপ্রিয়তা লাভ করেছে।
আমরা আজ নিজেকে কত বড় মনে করি। অথচ কবিগণ এটা করতে বারণ করেছেন। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটি দারুন পয়েম লিখেছেন যা পড়ে আমিরা খুবই উপকৃত হচ্ছি।
No comments:
Post a Comment