Play Online Casino

Apr 15, 2019

হে তরুন

হে তরুন তুমি কী চিন্তাজগতে কখনো ছুটেছো
কখনো কী বখতিয়ারের ঘোড়ার পিঠে চড়ে
বাঙলার অলিগলি চষে বেড়িয়েছো
নাকি সুলেমানের হাওয়ার জাহাজে বেড়িয়েছো?

কখনো কী মনে হয়েছে তোমার কত জননীর
নিদ্রাহারা মুখ, ছটফট করতে থাকা অনাহারীর
অশ্রুঝরা চোখ, নাকি ভেবেছো সুখে আছে সবাই
আমার মত কারো মনে নেই দু:খ বিষাদ।

তোমার জীবনের এপিঠ মাড়িয়ে কী দেখেছো
নেশায় তিলে তিলে ধ্বংস হওয়া কত স্বপ্ন
দেখেছো কী রাত্রি নিশীতে পথিকের অশ্রুপাত
ল্যাম্পপোস্টের নীচে কাটানো কতজনের রাত?

জানো কী ছেলেহারা মায়ের রাত্র কিভাবে কাটে
ভাইহারা বোনের হৃদয়টা কেমন করে ওঠে
বাবার স্বপ্নের মরিচিকা কিভাবে ঘটে
এতো ভয়ানক ভাঙার মাঝে কিভাবে রাত্র কাটে!

দৃষ্টি সৃষ্টিতে চড়াও ঘুচাতে মজলুমের আর্তনাদ
অসহায়ের অসহায়ত্ব দূরীকরণে তোমার
কেটে যাক কিছুটা সময়, শান্তি পাবে হৃদয়
তোমার হাসিমাখা মুখ দেখে।

কামনা বাসনা রচিতে তোমার কোন অপকর্মে
জড়িয়ে যেনো কভু না পড়ো ভেবো নিশ্চিন্তে
প্রতিটি দিনের শেষে ভালোমন্দের হিসেব মিলাতে
করোনা ভুল, আত্মসমালোচনার পরে তোল দুহাত প্রভুর কাছে।

No comments:

Post a Comment