Play Online Casino

Aug 4, 2019

আপনার মোবাইল কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন

আমরা যে মোবাইল ব্যবহার করেছি। আপনি কি জানেন, সেগুলোতে কত গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই মোবাইলটা হারিয়ে গেলে বা হ্যাকার যদি এই মোবাইলের একসেস পেয়ে যায় তবে কত ক্ষতি হতে পারে !

আসুন আমরা জেনে নেই কিভাবে সুরক্ষিত রাখবো আমাদের মোবাইলকে।
নিচের পদক্ষেপগুলো যদি আমরা মেনে চলি তবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হারাবো না।


আমরা যেসব এ্যাপস ব্যবহার করি। তা ইন্সটল দেওয়ার সময় কিছু তথ্য চায়। যেমন-আবহাওয়া বিষয়ক এ্যাপস যদি কল করা বা ক্যামেরার একসেস চায় তবে তা দেওয়া উচিত নয়। কারণ এই এ্যাপ ব্যবহার করতে কোন ধরনের কল বা ক্যামেরার প্রয়োজন হওয়ার কথা নয়। অন্য দিকে কোন গেম যদি মাইক্রোফোন এর একসেস চায় তবে তাও দেওয়া উচিত নয়। এক্ষেত্রে অন্য কোন এ্যাপস বেছে নেওয়া ভাল।
আপনি চেক করে নিতে পারেন- আপনার এ্যাপগুলো কি কি একসেস দেওয়া আছে-
  1. ·       আপনার ফোনের সেটিংসে যান
  2. ·       এ্যাপস ম্যানেজার অংশে যান
  3. ·       নির্দিষ্ট এ্যাপে ক্লিক করুন
  4. ·      পারমিশন অংশ চেক করুন

·       সেখান থেকে যেগুলোর অনুমতি দিতে চান না তা বন্ধ করে দিন
এছাড়াও আপনি সিকিউরিটি অংশে গিয়ে কিকি অনুমতি নিয়েছে তাও পরখ করে দেখতে পারেন।

Apr 15, 2019

হে তরুন

হে তরুন তুমি কী চিন্তাজগতে কখনো ছুটেছো
কখনো কী বখতিয়ারের ঘোড়ার পিঠে চড়ে
বাঙলার অলিগলি চষে বেড়িয়েছো
নাকি সুলেমানের হাওয়ার জাহাজে বেড়িয়েছো?

কখনো কী মনে হয়েছে তোমার কত জননীর
নিদ্রাহারা মুখ, ছটফট করতে থাকা অনাহারীর
অশ্রুঝরা চোখ, নাকি ভেবেছো সুখে আছে সবাই
আমার মত কারো মনে নেই দু:খ বিষাদ।

তোমার জীবনের এপিঠ মাড়িয়ে কী দেখেছো
নেশায় তিলে তিলে ধ্বংস হওয়া কত স্বপ্ন
দেখেছো কী রাত্রি নিশীতে পথিকের অশ্রুপাত
ল্যাম্পপোস্টের নীচে কাটানো কতজনের রাত?

জানো কী ছেলেহারা মায়ের রাত্র কিভাবে কাটে
ভাইহারা বোনের হৃদয়টা কেমন করে ওঠে
বাবার স্বপ্নের মরিচিকা কিভাবে ঘটে
এতো ভয়ানক ভাঙার মাঝে কিভাবে রাত্র কাটে!

দৃষ্টি সৃষ্টিতে চড়াও ঘুচাতে মজলুমের আর্তনাদ
অসহায়ের অসহায়ত্ব দূরীকরণে তোমার
কেটে যাক কিছুটা সময়, শান্তি পাবে হৃদয়
তোমার হাসিমাখা মুখ দেখে।

কামনা বাসনা রচিতে তোমার কোন অপকর্মে
জড়িয়ে যেনো কভু না পড়ো ভেবো নিশ্চিন্তে
প্রতিটি দিনের শেষে ভালোমন্দের হিসেব মিলাতে
করোনা ভুল, আত্মসমালোচনার পরে তোল দুহাত প্রভুর কাছে।

রাতের গভীরতায় খুজি তোমায়

রাত পৃথিবীর পরিক্রমায় আসে ঘুরে ফিরে
হাজারো ব্যস্ততার মাঝে ব্যস্ততার অবসান
রাত আসে ঘুরে ফিরে রাজা প্রজার দরবারে
রূপকথার কথার হাজারো ঝুড়ি মেলে।

সময়ের বাহুডোরে নিয়তির ফেরে পড়ে
উদিয়মান তরুনের অজানার পথে চলা
অজানা শতকথা জানার প্রবল নেশায়
ইতিহাসের পাতা ধরে ধীরে ধীরে দ্রুতগামী।

সৃষ্টিসুখের শত আশায় নীশিথের নিশাচরে
জেগে আছে আজো তারা নিদ্রাহীন চোখভরা
শত নয়নের খুজে ফেরা কেন এবং কিভাবে হওয়া
জটিলতার রহস্য খুলে হাটিহাটি এগিয়ে চলা।

তুমি কে গো জেগে জেগে তপস্বায় মগ্ন
কিসে তোমায় রাত্রি জাগায় কোন সে আসায়
আজো তুমি ইতিহাসের পাতায় পাতায়
নয়নের নেশাতে আজো চোখ জুড়াতে মগ্ন।

কে গো তুমি এসেছো তরুনের ঘুম ভাঙাতে
শত স্বপ্নের আলোক দিশা নিয়ে আঙ্গিনায়
তুমিতো বিশ্বজয়ী নিদ্রাক্ষয়ী মহা পালোয়ান
আমাদের দ্বারে আজো ঠাঁয় দাড়িয়ে।

Jan 17, 2018

How to Start CPA Marketing | CPA Marketing Networks

How to Start CPA Marketing অর্থ্যাৎ কিভাবে সিপিএ মার্কেটিং শুরু করতে পারি। সবার আগে আমাদের জানা দরকার Cost Per Action টা আসলে কি ? এর সংজ্ঞা কী অথবা এটাকে আমরা কিভাবে চিনবো বা বুঝবো?

ছোট ছোট অফার যেমন:

  1. Email Submit
  2. Zip/Pin Submit
  3. Sign Up
  4. Servery etc
এছাড়া আরও কিছু মার্কেট স্টাডি করার জন্য ছোট ছোট কাজ মার্কেটে ছাড়া হয়। সেগুলোর মাধ্যমে তারা আমাদের কাছ থেকে বিভিন্ন ডাটা সংগ্রহ করেন। আর বিভিন্ন নেটওয়ার্ক যাদের মাধ্যমে তারা মার্কেট স্টাডি করলো তাদেরকে পে করে। সেই পে থেকে তারা কিছু রাখে আর কিছুটা আমাদের মাঝে কাজ অনুসারে ভাগ করে দেয়। 

Jan 4, 2018

Dhaka City North Election 2018 | Jamat E Islami Selection Mohammad Salim Uddin

সম্প্রতি জামায়াতে ইসলামী ঢাকা সিটি উত্তরে তাদের প্রার্থী সিলেকশন করেছে মুহাম্মদ সেলিম উদ্দিন কে। তিনি একজন সফল ছাত্রনেতা এবং ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং আদর্শবান নেতা হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন।